ডাকাত দলের উপস্থিতির খবর পেয়ে দিল্লির যমুনা খদর এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
রোববার (১২ জুন) পুলিশ জানিয়েছে, অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত চার-পাঁচজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। গত রাতে তল্লাশি অভিযান চালিয়ে সেখানে একজনকে আটক করা হয়েছে।
এছাড়াও অভিযানে একটি ৯ এমএম পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি সিএমপি উদ্ধার করা হয়েছে। পরে অভিযানে মোট ২৫ জনকে আটক করা হয়েছে।
আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ১৮৬, ৩৫৩, ৩০৭ ও ৩৪ ধারায় মামলা করা হয়েছে।
বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে বলেও জানায় দিল্লি পুলিশ।