নিজেস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ার দৌলতপুরে তালাকপ্রাপ্তা এক নারী কে ধর্ষণের অভিযোগে ক্লিনিক মালিক আনোয়ারুল আজিম (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে দৌলতপুর হাসপাতাল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (৫ জুলাই) ‘ধর্ষিত’ নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, দৌলতপুর হাসপাতাল রোডের আলহাজ ক্লিনিকের মালিক আনোয়ারুল আজিম ও অপর এক ব্যক্তি গত কয়েকদিন আগে পাশের এলাকার এক ডিভোর্সি নারীকে ক্লিনিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন।
মামলার পর রাতেই অভিযুক্ত আসামি আনোয়ারুল আজিমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত হাজি আনোয়ারুল আজিমকে আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ‘ধর্ষিত’ নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নির্দিষ্ট বিভাগে পাঠিয়েছে পুলিশ।