কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার পশ্চিমাঞ্চলেয দৌলতপুরের ডাংমড়কা বাজারে কয়েকদিন আগে চরমপন্থী, ক্রসফায়ারের আসামি RAB এর গাড়িতে বোমা হামলাকারী, একাধিক কেসের আসামি মিঠুন বাহিনীর প্রধান মিঠুন আবারো নতুন করে সন্ত্রাসী বাহিনী গঠনে আত্মনিয়োগ করেছে এরই ফলশ্রুতিতে গত রবিবার ডাংমড়কা বাজারে তার অস্ত্র সুসজ্জিত বাহিনী নিয়ে একটি বিশেষ শোডাউন প্রদর্শন করেন এতে এলাকাবাসী চরম আতঙ্কের মধ্যে বিরাজ করছে।
এলাকাবাসী জানায় যে ক্রসফায়ারের আসামি হয়ে দীর্ঘদিন সে দেশের বাইরে অবস্থান করে মিঠুন বাহিনীর প্রধান মিঠুন শুধু সন্ত্রাসী কার্যকলাপের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেন নি বর্তমানে সে মাদক এবং উচ্চহারে সুদের ব্যবসার সাথে নিজেকে জড়িয়ে ফেলেন। তিনি তার এই সকল কার্যক্রম পরিচালনার জন্য উরতি বয়সের ছেলেদেরকে টার্গেট করে থাকেন এবং তাদেরকে নিশার সাথে জড়িয়ে ফেলে তার মাদক ব্যবসা তাদের মাধ্যমে পরিচালনা করে থাকেন।
গত রবিবার তার যে শোডাউন প্রদর্শিত হয়েছে তার ভিডিও ফুটেজ ডাংমড়কা বাজার জনতা ব্যাংক শাখার সিসি ক্যামেরায় রেকর্ড রয়েছে ( রবিবার সময় সন্ধ্যা সাতটা) কারণ এই বাহিনী যে রাস্তা দিয়ে অস্ত্র প্রদর্শন করতে যায় সেই রাস্তা বরাবর জনতা ব্যাংকের সিসি ক্যামেরা শো করা আছে। ইতিমধ্যে শোনা যাচ্ছে এ বাহিনী বিভিন্ন নেতা-কর্মীদেরকে ম্যানেজ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে।
এই অস্ত্র প্রদর্শন ডাংমড়কা বাজার ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। এ ধরনের ঘটনায় মানুষ মনে করেন যে দৌলতপুরে আইনশৃংখলার চরম অবনতি ঘটেছে তা না হলে দিনে দুপুরে এ ধরনের ঘটনা কেনই বা ঘটবে। সর্বশেষ কুষ্টিয়া পুলিশ সুপারকে এলাকাবাসী দাবি জানিয়েছেন এসমস্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের সুষ্ঠু তদন্ত করে গোয়েন্দা তথ্য মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানিয়েছেন।