দৌলতপুর প্রতিনিধি,কুষ্টিয়াঃ
কুষ্টিয়া দৌলতপুরে ৫১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করছে দৌলতপুর থানা পুলিশ। পুলিশ জানায়, রবিবার বিকালে গোপনে সংবাদের ভিত্তিতে জানতে পারি মথুরাপুর ইউনিয়নের শেখ পাড়া গ্রাম নামক স্থানে একটি কাভার্ডভ্যানে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য লেবু লোড করছে তার ভিতরে ফেন্সিডিল আছে।
এমন অবস্থায় অফিসার ইনচার্জ এস এম আরিফুর রহমান এর নেতৃত্বে, এ এস আই জাহিদ সঙ্গীয় অফিসার ফোর্স এস আই জাব্বার আলি সহ অভিযান পরিচালনা করিলে।ঘটনাস্থলে জব্দ করা হয় ১২ বস্তা লেবু, ঢাকা মেট্রো -ন ১৩-৩৫৭৫ নং কাভার্ডভ্যানে সহ এক জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর গ্রামের সুকচাদ প্রামাণিক এর ছেলে সুলতান।
পুলিশ জানান, আটকের পর ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল বিরুনী স্যার কে জানানো হয়। সার্কেলের উপস্থিতিতে ১২ বস্তা লেবু খুলে দেখেন তার ভিতরে ৪টি বস্তায় ৫১২ পিচ ফেন্সিডিল পাওয়া যায়।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ এস এম আরিফুর রহমান জানান একটি কাভার্ডভ্যান ৫১২ বোতল ফেন্সিডিল সহ এক জনকে আটক করছে থানা পুলিশ তাহার নামে থানায় একটি মামলা হয়েছে যাহার নং ৪০।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।