পটুয়াখালীতে কথা জমাদ্দার (১৮) নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুন) রাত সাড়ে ৮ টায় পটুয়াখালী শহরের ৯ নং ওয়ার্ডের কালিকাপুরের নন্দকানাই এলাকায় এ ঘটনা ঘটে।
কথা পটুয়াখালী আবদুল করিম মৃধা কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
একমাস ১১দিন আগে পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা সুজন ব্যাপারীর সঙ্গে পারিবারিক ভাবে কথা জমাদ্দারের বিয়ে হয়।
পটুয়াখালী ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ সিকদার বলেন, স্থানীয়রা বিষয়টি আমাকে জানালে সঙ্গে সঙ্গে থানায় বিষয়টি অবহিত করি। তবে কি কারণে নববধূ গলায় ফাঁস সে বিষয়টি এখনও জানা যায়নি।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, স্থানীয় কাউন্সিলর বিষয়টি অবহিত করলে ঘটনা স্থলে ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বিস্তারিত পরে জানানো হবে…