২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন হবে। ওই দিন প্রধানমন্ত্রী পদ্মা সেতুর নির্মাণ কাজের সঙ্গে জড়িত সবার সঙ্গে গ্রুপ ছবি তুলবেন।
পদ্মা সেতু জাজিরা প্রান্তে জাদুঘর নির্মাণ করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (১৫ জুন) একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এসব তথ্য জানান।
রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনএসসিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপরসন শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন একনেক সভায়। সভাই ১০ হাজার ৮৫৫ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
সভায় প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন, হাওরাঞ্চলে যাতে কোনো ক্রমেই সড়ক না হয়। এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে হবে। ক্ষেতের জমি রক্ষা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবতী সহ পরিকল্পনা কমিশনের সদস্যরা (সচিব)।