লিপু খন্দকার ঃ
কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯০ তম জন্মদিন উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ৬ জন অসহায় নারীকে সেলাই মেশিন ও ২৩ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তাকে ১৫ হাজার টাকার ঋনের চেক বিতরণ করা হয়েছে।
“বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা এবং সার্বিক তত্বাবধানে ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন সুমনা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।