যশোর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে বাসের নিচে চাপা পড়ে শিশুটির মা নিহত হলেও অলৌকিকভাবে বেঁচে যায় ৩ বছরের শিশু সিনথিয়া (৩)।
সোমবার (১০ আগস্ট) সকালে যশোর থেকে ছেড়ে এসে কেশবপুর ট্রাক টার্মিনালে একটি রিকশাভ্যানকে চাপা দেয় একটি বাস। এ সময় ভ্যানে থাকা মনজুরা (২৫) টায়ারের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তার কোলে থাকা শিশু সিনথিয়া (৩) গুরুতর আহত হয়। সে অলৌকিকভাবে বেঁচে যায় বলে জানান কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. আমির হোসেন।
প্রত্যক্ষদর্শী পথচারী আবদুল হাকিম বলেন, শিশুটি বাসের নিচ দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে যায়। গুরুতর আহত হয় পথচারী কেশবপুর পৌর এলাকার মধ্যকুলের গোলাম মোস্তফা (৪৫)। তিনি কেশবপুর স্বাস্থ্য কমপ্লেস্কে ভর্তি রয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।