মেহেরপুর ঃ বাংলাদেশ আ.লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে ৭১শ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকেলে জেলার গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড রেজাউল চত্বরে আনুষ্ঠানিকভাবে চারা বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির-জামান মৃদুল।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন বয়সী মানুষের মাঝে চারা বিতরণ করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,গাংনী পৌরসভার মেয়র ও যুবলীগ নেতা আশরাফুল ইসলাম, গাংনী উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান ।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আ.লীগ নেতা মোজাম্মেল হক,বামন্দী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান কমল,আ.লীগ নেতা মুক্তারুল ইসলাম,সাবেক ছাত্রলীগ নেতা জুবাইয়ের হোসেন উজ্জলসহ স্থানীয় আ.লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।
বিতরণ অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম সেন্টু ও ফয়সাল জাহান শিশির।