মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের ভাটই বাজার অস্থায়ী পুলিশ ক্যাম্পের ভবিষ্যৎ নির্ধারণে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) বিকেলে ভাটই বাজারে অবস্থিত দুধসর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সামাজিক ও নিরাপদ দুরুত্ব বজায় রেখে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম।
বিশেষ অতিথির বক্তব্য দেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, শৈলকুপা সার্কেলের সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার, দুধসর ইউপি চেয়ারম্যান সায়ুব আলী জোয়ার্দার, ফুলহরি ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল,দুধসর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টি এ রাজুসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনীতিক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ক্যম্প স্থায়ীকরণে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উন্মুক্ত বক্তব্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাদের বক্তব্যে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, ইভটিজিং বন্ধে, চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজী ও দাঙ্গা হাঙ্গামা রোধে এবং সুষ্ঠভাবে বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে ভাটই বাজার পুলিশ ক্যাম্পের বিকল্প নেই। শৈলকুপা থানা থেকে ভাটই পুলিশ ক্যাম্পের দুরত্ব প্রায় ১৫ কিলোমিটার।
ভাটই বাজার পুলিশ ক্যাম্প স্থায়ী করণের স্বার্থে প্রয়োজনে জমিদান করতেও রাজি আছেন স্থানীয়রা।
তাই উর্দ্ধতন কতৃপক্ষের কাছে ভাটই বাজার পুলিশ ক্যাম্পটি অপসারণ না করে দ্রুত স্থায়ীভাবে নির্মানের দাবী জানান বক্তারা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শৈলকুপা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন হোসেন।