মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ ঃ ঝিনাইদহের শৈলকুপায় ১০৪ পিচ ইয়াবা সহ আপন দুই ভাইকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার আবাইপুর বাজার থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো বগুড়া ইউনিয়নের বড়বাড়ি বগুড়া গ্রামের মুজিবর রহমান ওরফে মনজের বিশ্বাস এর ছেলে আরিফ বিশ্বাস (৪০) ও আকাশ বিশ্বাস(১৯)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার নবাগত অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এস আই সামছু, এএসআই সাহাবুদ্দিনসহ একটি চৌকস দল আবাইপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় আপন দুই ভাইকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১০৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
শৈলকুপা থানার নবাগত অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানায়, আটককৃতদের নামে মাদকের নিয়মিত মামলা দায়ের করে ঝিনাইদহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া আটককৃত আরিফের বিরুদ্ধে চট্টগ্রামে অস্ত্র মামলা রয়েছে বলেও তিনি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।