মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আব্দুর রশিদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফুলহরি ইউনিয়নের আসান নগর গ্রামে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, আসান নগর গ্রামের জুনাব আলীর ছেলে রং মিস্ত্রি আব্দুর রশিদ নিজ ঘরে ঘুমিয়ে ছিল।
গভীর রাতে বিষধর সাপ তার দংশন করে। প্রথমে পিঁপড়া কামড় দিয়েছে বলে ধারণা করে।পরে সাপটি রশিদের গলায় আবার ছোবল দেয়। সেসময় ছেলেটির চিৎকারে পরিবারের লোক ছুটে আসলে দেখতে পায় তার বিছানার উপর বিষধর সাপ রয়েছে। পরে পরিবারের লোকজন সাপটি মেরে ফেলে।
ছেলেটিকে বাঁচানোর জন্য ওঝা- কবিরাজ এনে ঝাড়ফোক করে রশিদকে বাচানো সম্ভব হয়না, ধীরে ধীরে সে মৃত্যুর কলে ঢলে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছে ফুলহরী ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।