অনলাইন ডেস্কঃ
সাবেক মেজর সিনহা রাশেদ খানের মৃত্যুর ঘটনায় কক্সবাজারের টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির প্রত্যাহার হওয়া ইনচার্জ লিয়াকত আলীসহ ৯ পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সকালে কক্সবাজার জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে মামলাটি করেন নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।
বাদীর আবেদনের পর র্যাবকে মামলার তদন্তের দায়িত্ব দিয়ে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে আদালত। এই মামলায় প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলী ছাড়া অন্য আসামিরা হলেন এসআই নন্দ দুলাল, এএসআই লিটন মিয়া ও টুটুল, কনস্টেবল সাফনুল করীম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও মোস্তফা। মামলায় সাক্ষী করা হয়েছে ১০ জনকে। এরমধ্যে ৯ জন বাহারছড়া এলাকার বাসিন্দা ও অন্যজন সার্জেন্ট মো. আইয়ুব।
এর আগে সকালে কক্সবাজার জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌসসহ পরিবারের সদস্যরা।
এদিকে কক্সবাজারের এ হত্যার ঘটনার পর আজ কক্সবাজারে গিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।
গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের বাহারছড়ায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ চেকপোস্টে গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান।
এ ঘটনার পর গত ২ আগস্ট বাহারছড়া ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলীসহ ১৬ সদস্যকে প্রত্যাহার করা হয়। পরে ঘটনা তদন্তে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে সরকার।