অনলাইন ডেস্ক:
কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানের সহযোগী সিফাত মাদক ও হত্যা মামলায় জামিন পেয়েছেন ।
আজ সোমবার (১০ আগস্ট) শুনানি শেষে কক্সবাজারের চিফ জুডিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ জামিন আবেদন মঞ্জুর করেন। একই সাথে সিফাতের বিরুদ্ধে করা দু’টি মামলার তদন্তভার পুলিশের কাছ থেকে র্যাবে দেয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
এর আগে রবিবার জামিন পান সিনহার আরেক সহযোগী শিপ্রা। বিচারক তামান্না ফারার আদালতে সিফাতের বিরুদ্ধে করা দু’টি মামলার শুনানিও হয়। তবে সিফাতের মামলার আদেশ সোমবার নির্ধারণ করেন বিচারক।
সুত্র: গ্লোবাল
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।